রাজশাহী সংবাদ
জয়পুরহাটে শুরু হলো দ্বৈত ব্যাডমিন্টন প্রতিযোগিতা
জয়পুরহাট প্রতিনিধি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে জয়পুরহাট পৌরসভার আয়োজনে দ্বৈত ব্যাডমিন্টন প্রতিযোগিতা শুরু হয়েছে।
সোমবার সন্ধ্যায় পৌরসভা চত্বরে প্রতিযোগিতার উদ্বোধন করেন জয়পুরহাট জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন- পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির, পৌর সভার মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোরশেদুল আলম লেবু, জেলা আওয়ামী লীগের অর্থবিষয়ক সম্পদক আহসান কবির এপ্লব, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, পুরানাপৈল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খোরশেদ আলম সৈকত, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক প্রমুখ।