গুজব ছড়ানোর দায়ে দুর্গাপুরের ভাড়াটিয়া রবিউল সহ ৫ জনের বিরুদ্ধে মামলা
দুর্গাপুর প্রতিনিধিঃ
সাংবাদিকের নামে গুজব ছড়ানোর দায়ে ৫ জনের নাম উল্লেখ করে মামলার কাগজ জমা দিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক। মামলার আসামিরা হলেন, রাজশাহীর দুর্গাপুরের ঝালুকা ইউনিয়নের ভাংগির পাড়া গ্রামের রবিউল (৪০) পিতা জনাব আলী, দুর্গাপুর পৌরসভার চককৃষ্টপুর গ্রামের লতিব (৪৮) পিতা দেরাজ আলী, আলমগীর(৩৫) পিতা বাদেশ, একই গ্রামের শহিদুল (৫৩) পিতা মইফর, রহিদুল (৫০) পিতা কাজিমুদ্দিন।
জানা গেছে সাংবাদিক ইমদাদুল হক দীর্ঘ ২১ বছর ধরে সুনামের সাথে দেশের জাতীয় স্থানিয় পত্রিকায় সুনামের সাথে সাংবাদিকতা করে আসছেন।দেশের গুরুত্বপুর্ণ সংবাদ প্রকাশ করে মুজিব শতবর্ষে পুরুস্কিত হয়া সহ চলতি বছরে রাজশাহী মডেল প্রেসক্লাবের নির্বাচনে বিপুল ভোটে দুই বছর মেয়াদে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
সুত্র বলছে ২০২৩ সালের ১৫ আগস্ট দুর্গাপুর থানার চককৃস্টপুর গ্রামে সামাজিক দ্বন্দের জের ধরে নিরহ গ্রাম বাসির উপর অতর্কিত হামলা চালান, আসামিরা এই হামলায় আবু বক্কর, সাঈদ, খাইরুল বাসার, আনসার আলী সহ অনেকেই গুরুতর জখম হন। এই হামলার সাথে জড়িত থাকার অভিযোগে উল্লেখিত আসামিদের নাম উল্লেখ করে ১৬ আগস্ট একটি সংবাদ প্রকাশ করেন সাংবাদিক ইমদাদুল হক। এর পরে তারা বিভিন্ন ভাবে সাংবাদিককে প্রাণ নাশের হুমকি ধামকি দিতে থাকেন। এই হুমকির ঘটনা নিয়ে সাংবাদিক ইমদাদুল হক বাদি হয়ে জীবনের নিরাপত্তা চেয়ে ২ অক্টোবর দুর্গাপুর থানায় আলমগীর আতাহার সহ অজ্ঞাতদের নামে একটি ডায়েরি করেন যাহার জিডিং ২৭০।
সাংবাদিকের উপর হুমকির ঘটনা নিয়ে আলমগীর, লতিব,শহিদুল, আয়েন উদ্দিন,রহিদুল,মতিন, ও রাজ্জাকের নাম উল্লেখ করে দেশের শীর্ষ জাতীয় পত্রিকায় ৫ অক্টোবর আবারো একটি সংবাদ প্রকাশ করেন সাংবাদিক ইমদাদুল হক।এর পর হামলা কারিরা সাংবাদিককে ফাঁসাতে নানা ফুঁন্দি আটতে থাকেন। লতিবের প্রতিবেশিরা জানান আলমগীরের সাথে লতিবের স্ত্রীর দীর্ঘ দিন মন দেওয়া নেওয়া চলছিল এরই সুত্র ধরে ২০২৪ সালের ২২জুন সন্ধ্যায় আমমগীর মুঠো ফোনে লতিবকে ঘর থেকে বের হতে বলে আলমগীরের কথা মত লতিব বের হলে আলমগীরের লোকজন হাসুয়া দিয়ে লতিবকে মারার চেষ্টা করে এ সময় লতিবের হাত সামান্য কেটে যায় তিনটি সেলাই লাগে। বিষয়টি ভিন্ন খাতে নিতে আসামিরা প্লান করে লতিবকে হাসপাতালে ভর্তিকরে পুর্বে হামলার শিকার ব্যক্তি খাইরুল বাসার ও সাংবাদিকের নাম জড়িয়ে দুর্গাপুর থানায় মামলা করতে যান। তাদের নাটকীয় বিষয়টি বুঝতে পেরে দুর্গাপুর থানার ওসি তাদের ধমক দিয়ে তাড়িয়ে দিলে তারা কোর্টে এসে কাল্পনিক কাহীনি দিয়ে নাটকীয় মামলা দায়ের করেন।
স্থানিয়রা বলছেন ২২ জুন সন্ধায় লতিবকে কে বাহিরে এনেছিল সেটি প্রমান হবে ২২জুন সন্ধায় আলমগীরের ফোনের কল রেকর্ড যাচাই করলে। এমন নাটকীয় ঘটনা নিয়ে গতকাল ৪ আগস্ট ২০২৪ দুর্গাপুরের বিতর্কিত ব্যক্তি রবিউল আসামিদের সাথে যোগ হয়ে অনলাইন পোর্টাল সহ বিভিন্ন ভাবে সাংবাদিকের নামে মানহানিকর গুজব ছড়িয়েছেন। এমন কিছু গুজব ছড়িয়েছেন যার সাথে বাস্তবতার কোন মিলনেই । এই ঘটনা নিয়ে গতকাল সাংবাদিক ইমদাদুল হক রবিউলকে ১ নং আসামি করে মোট ৫ জনের নামে আই সিটি ও মানহানি দুটি মামলা দাখিল করেছেন।
সেই মামলা দুটি শিঘ্রই আমলে নিয়ে বিচারিক কাজ শুরু করা হবে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট দপ্তর। দুর্গাপুরের ভাড়াটিয়া রবিউলের নানা কু কীর্তি নিয়ে জানতে চাইলে দুর্গাপুর পুঠিয়ায় প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ দারা জানান রবিউলের বিষয় বলতে ঘৃনা হয় নির্বাচনের আগে বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করেছে তার সম্মান হানি করতে। মন্ত্রীর বিরুদ্ধে নানা ভাবে গুজব ছড়িয়েছে। মন্ত্রীর একজন নিকটতম ব্যক্তি বলেন এই রবিউলের কাজ হলো হিজড়াদের মত লিপিস্টিক দিয়ে একাধিক বিয়ে করা সহ সন্ধ্যার পরে মাদক সেবন করে বিভিন্ন পন্থায় চাঁদা বাজি করা। কিছুদিন আগে মন্ত্রীর প্রোগ্রামে ষড়যন্ত্র মুলক প্রশ্ন করতে গিয়ে গলা ধাক্কা দিয়ে বেরকরে দিয়েছিল দুর্গাপুরের যুবলীগের কর্মীরা।
তার নামে একাধিক জিডি চেক জালিয়াতি চাকরির নামে প্রতারণা ও ২০০৭ সালের ডাকাতি মামলায় প্রাথমিক পর্যায়ে তার নাম রয়েছে। তৎকালিন সময়ে দায়িত্ব পালন করা পুঠিয়ার সার্কেল প্রবীর জানান এমন কোন অপরাধ প্রবণতা নেই যেটি থেকে রবিউল বিরত।২০০৭ সালে রবিউলকে আটক করা পুলিশের এস আই বর্তমানে ওসি গোলাম মোহাম্মাদ মুঠোফোনে বলেন ডাকাতি মামলার মাস্টার মাইন্ড ছিল রবিউল। তিনি আরো বলেন রবিউলকে আটককরে বেধড়ক স্বীকার উক্তি মিলেছিল সেই সময়, কিন্তু অজ্ঞাত কারণে একদিন পরে আবার ছেড়ে দেওয়া হয়েছিল। রবিউলের ভংকর সব তথ্য আগামি পর্বে প্রকাশ করা হবে।