রাজনীতিস্লাইডার

বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ঘিরে রেখেছে পুলিশ

চলমান ডেস্ক:  নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ঘিরে রেখেছে পুলিশ। শনিবার (১৫ ফেব্রুয়ারি) দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচি পালনের অংশ হিসেবে আগে থেকেই দলীয় নেতাকর্মীরা কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে অবস্থান নিলে পুলিশ তাদের সরিয়ে দেয়।

এরপর কার্যালয়ের সামনে পুলিশ সদস্যদের সরব উপস্থিতি দেখা যায়। দুপুর ২টায় বিএনপির এ কর্মসূচি শুরু হওয়ার কথা রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল পৌনে ১০টার দিকে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব উন নবী খান সোহেলের নেতৃত্বে নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনের সড়কে অবস্থান নেন। এরপর পুলিশ তাদের কার্যালয়ের ভেতরে চলে যেতে বলে। উদ্ভূত পরিস্থিতিতে নেতাকর্মীরা কার্যালয়ের ভেতরে প্রবেশ করেন। এক পর্যায়ে বিএনপি কার্যালয়ের প্রধান ফটকে নেতাকর্মীরা বসে সরকারবিরোধী স্লোগান দেন।

হাবিব-উন-নবী খান সোহেল ছাড়াও দলের কার্যালয়ে স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, ঢাকা মহানগর বিএনপি নেতা এস এম জিলানী, ছাত্রদল নেতা আবদুস সাত্তার পাটোয়ারী প্রমুখ রয়েছেন।

বিএনপির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু জানান, অন্য দিনের চেয়ে দলীয় কার্যালয়ের সামনে পুলিশের নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে।

বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেন, ‘আমরা বিক্ষোভ মিছিল করার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারকে জানিয়েছিলাম। আমাদেরকে বলা হয়েছিল, শনিবার ১০টার দিকে জানাবে। কিন্তু এখনো জানায়নি।’

নয়া পল্টনে দায়িত্বরত এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘আজকে কোনো প্রকার বিক্ষোভ মিছিলের কর্মসূচির কথা আমাদের জানানো হয়নি।’

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, ‘শুনেছি, আমাদের কর্মসূচিতে পুলিশ বাধা দিতে পারে। তবে আমরা এখনো আমাদের কর্মসূচি বাতিল করিনি।’

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button