রাজনীতি

ছাত্রলীগ সভাপতি-সাধারণ সম্পাদকের পদত্যাগ 

ছাত্রলীগ সভাপতি-সাধারণ সম্পাদকের পদত্যাগ 

 

নিজস্ব প্রতিবেদক , সংবাদ চলমান.কম 
ঢাকা: ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতিরেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণসম্পাদক গোলাম রাব্বানী পদত্যাগ করেছেন।শনিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর হাতে পদত্যাগপত্র তুলে দেন তারা।

এর আগে তাদের বিরুদ্ধে আর্থিক দুর্নীতিসহ কয়েকটি অভিযোগ উঠেছিল।

গণ ভবন সূত্র জানিয়েছে, পদাধিকার ছাত্রলীগের ১ নম্বর ভাইস প্রেসিডেন্ট আল নাহিয়ান খানজয় সভাপতির দায়িত্ব পেয়েছেন। আর সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন এক নম্বর যুগ্মসাধারণ সম্পাদক
লেখক ভট্টাচার্য। নতুন দায়িত্বপ্রাপ্ত এই দুইজনকে দ্রুততম সময়েসম্মেলন করার তাগিদ দেওয়া হয়েছে।

বৈঠক সূত্র জানায়, গণভবন গিয়ে প্রধানমন্ত্রীর
হাতে পদত্যাগপত্র জমা দেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। এ বিষয়ে পরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক
ওবায়দুল কাদের সাংবাদিকদের বিস্তারিত বিফ্রিং করবেন।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button