বাগমারামুহুর্তের খবররাজশাহীরাজশাহী সংবাদরাজশাহী সংবাদসংবাদ সারাদেশসারাদেশ

রাজশাহীতে চাচাতো বোনে গোপনাঙ্গ কাটা নিয়ে তোলপাড়

বাগমারা প্রতিনিধিঃ

রাজশাহীর বাগমারায় চাচাতো ভাইয়ের গোপন অঙ্গ কেটে নিয়েছেন তারই চাচাতো বোন।জানা গেছে ধর্ষণের চেষ্টায় এমন ঘটনা ঘটেছে।

অভিযুক্ত ধর্ষকের নাম জাহিদুল ইসলাম (৩৫)। পরে স্থানীয়রা আহত জাহিদুল ইসলামকে উদ্বার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন।
জানাগেছে বৃহস্পতিবার (২২ মে) রাতে বাগমারা উপজেলার গোয়ালকান্দী ইউনিয়নের চন্দ্রপুর গ্রামের মন্ডলপাড়ায় ভুক্তভোগী নারীর বাড়ীর পাশে একটি খরের ঘড়ে এমন জঘন্য ঘটনা ঘটে।

জাহিদুল ইসলাম উপজেলার একই গ্রামের আনিছুর রহমানের এর ছেলে। তিনি বিবাহিত, এক সন্তানের জনক। কৃষি কাজ এর পাশাপাশি তিনি দিনমজুর হিসেবে পান বরজের কাজ করেন। অভিযুক্ত জাহিদুল ইসলাম পুর্বেও এমন জঘন্য ঘটনার জন্ম ঘটিয়েছে বলে সংবাদ চলমান কে জানিয়েছেন স্থানীয়রা। তবে পুর্বে নানা অযুহাতে রক্ষা পেলেও এবার ফেঁসে যান।

স্থানিয়দের বরাত দিয়ে জানান, বিকেলে স্থানীয় বাজার হামিরকুৎসা বাজার থেকে বাজার করে সন্ধ্যার আগে তারা দুজনেই ভুক্তভোগী নারীর বাসায় ফিরেছেন, তাদের হাতে দেশী পানীয় স্পীড এর দুটি বোতল দেখেন স্থানিয়রা।তারা বলেন অনেক সময় পরে পাশের খরের ঘড় থেকে বের হয়ে হঠাৎ চিৎকার করে উঠে জাহিদুল ইসলাম দেখাযায় রক্তে ভিজে যায় তার লুঙ্গি।

এর পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে ভ্যানে করে প্রথমে পরে মাইক্রোবাসে করে হাসপাতালে নিয়ে যায়। পরে সেখানে স্পীড এর দুটি ফাঁকা বোতল ও রক্তমাখা স্যান্ডেল ও পড়ে থাকতে দেখা যায়।এবিষয়ে ভুক্তভোগী নারীর পরিবার বলেন, যে জোর ধস্তা ধস্তি করার করনে, টিনের সাথে লেগে কেটে গেছে,এটা ইচ্ছাকৃত নয়।

তবে জোর করে ধর্ষনের চেষ্টা কালে এমন হয়েছে বলে জানিয়েছেন গভীর সূত্রগুলো।কি দিয়ে আসলে পুরুষাঙ্গ কাটা হয়েছে তা কেউ স্পষ্টভাবে বলতে পারে নাই।

এই ঘটনা নিয়ে আহত জাহিদুর এর পরিবারের লোকজন জানান, তাদের আগে থেকেই এমন কিছু আঁচ করছিলাম, পড়ে এমন ঘটনা শুমে আশ্চর্য হয়ে যান। তবে তাদের এমন ঘনিষ্ঠতা নিয়ে পরিবার অনেক আগে থেকেই সন্দেহ করে নিষেধ করছিলেন বলেও জানান জাহিদুরের পরিবার।

ররাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যোগাযোগ করা হলে কর্তব্যরত চিকিৎসক জানান,জখম হয়া জাহিদুর ইসলাম কে, রাতেই অস্ত্রপচার করা হয়েছে তার অবস্থার উন্নতি ঘটেছে।

জানতে চাইলে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম সংবাদ চলমান কে বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। তবে এখনো কেউ লিখিত অভিযোগ দেননি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং আইনগত প্রক্রিয়া নেওয়া হবে। অপর দিকে এমন ঘটনা নিয়ে বাগমারা জুড়ে চলছে আলোচনা সমালোচনার ঝড়।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button