রানু মণ্ডলের ‘ম্যাজিক’ কি শেষ? পুরনো বাড়িতেই ফিরতে হলো তাকে
সংবাদ চলমান ডেস্ক : রানাঘাটের স্টেশনে লতা মঙ্গেশকরের গান গেয়ে লাইমলাইটের কেন্দ্রবিন্দুতে পৌঁছে যান রানু মণ্ডল। এরপর থেকে রাণু কী করছেন, কী পরছেন, কী গাইছেন…তার প্রতিটি খবরই শীর্ষে! রাণু পাড়ি দেন বলিউডেও।
লাইমলাইটে যাওয়ার সঙ্গে সঙ্গে রানাঘাটের পুরনো বাড়ি ছেড়ে নতুন বাড়িতে উঠে যান রাণু মণ্ডল। অনেকেই বলছেন, ইদানীং নাকি আর তেমন কাজ পাচ্ছেন না রানু, তাই মিডিয়ার মুখোমুখি হচ্ছেন না। বলা যায়, মিডিয়া বিমুখ হয়ে পড়েছেন।
এখানেই শেষ নয়, ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে নতুন বাড়ি ছেড়ে রানাঘাটের পুরনো বাড়িতেই ফিরে গিয়েছেন রানু মণ্ডল। ইদানীং সেখানেই থাকছেন। কিন্তু কেন?
পুরনো বাড়িতে থাকার কারন হিসেবে জানা গিয়েছে, নিজের বায়োপিকের কাজ করছেন রানু মণ্ডল। এই কারণেই নাকি মিডিয়ার থেকে দূরে থাকছেন।
রানু মণ্ডলের জীবনী অবলম্বনে যে ছবিটি নির্মিত হবে সেটির পরিচালক ঋষিকেশ মণ্ডল। তবে সব থেকে বড় খবর রানুর চরিত্রে অভিনয় করতে পারেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী।