পাবনারাজনীতিরাজশাহী সংবাদসংবাদ সারাদেশসারাদেশ

সাবেক প্রধানমন্ত্রীকে হত্যা চেষ্টা মামলায় মৃত্যুদণ্ডাদেশ থেকে কারামুক্ত ৪ বিএনপি নেতা

  • ওমর তারেকঃ

পাবনা জেলার  ঈশ্বরদী রেলওয়ে স্টেশনে সাবেক প্রধানমন্ত্রী  শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় মৃত্যুদণ্ডাদেশ থেকে খালাসপ্রাপ্ত চার বিএনপি নেতা কারামুক্ত হয়েছেন।আজ ১১ ফেব্রুয়ারির।

আজ মঙ্গলবার দুপুরে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে তারা মুক্তি পেয়েছেন। এ সময় তাদের পরিবারের সদস্যরা ছাড়াও বিএনপির নেতাকর্মীরা তাদের ফুলের মালা দিয়ে শুভেচ্ছা জানান কারা ফটকে।

রাজশাহী কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার ফৌজিয়া আক্তার জানান, কারাগার থেকে মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত চারজন মুক্তি পেয়েছেন। তারা সবাই বিএনপি নেতা। এরা হলেন ইশ্বরদী পৌরসভার সাবেক মেয়র মকলেছুর রহমান বাবলু, পৌরসভা বিএনপির সাবেক সভাপতি একেএম আক্তারুজ্জামান, পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামসুল আলম ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আজিজুর রহমান শাহীন।

উল্লেখ, যে  ১৯৯৪ সালের ২৩ সেপ্টেম্বর ট্রেন যোগে খুলনা থেকে সৈয়দপুর যাওয়ার পথে ঈশ্বরদী রেল স্টেশনে শেখ হাসিনার কামরায় গুলি করার অভিযোগে তাদের বিভিন্ন মেয়াদে সাজা ও মৃত্যু দন্ডাদেশ হয় । এ ঘটনায় দায়ের করা মামলায় রায় দেওয়া হয় ২০১৯ সালের ৩ জুলাই।

পাবনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে ঘোষিত রায়ে ৯ জনকে মৃত্যুদণ্ড, ২৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১৩ জনকে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়। পরে গত ৫ ফেব্রুয়ারি ৪৭ আসামির সবাইকে খালাস দেন  মহামান্য হাইকোর্ট।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button