নাটোররাজশাহী সংবাদ
৯৩৪ বোতল ফেন্সিডিলসহ নাটোরে ৩ মাদক ব্যবসায়ী আটক
নিজস্ব প্রতিবেদক:
নাটোরে র্যাবের অভিযানে ৯৩৪ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আজ মঙ্গলবার বিকাল সাড়ে তিনটার দিকে নাটোরের সিংড়া উপজেলার নিংগইন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা তিনজনই টাঙ্গাইলের। তাদের বাড়ি জেলার মির্জাপুর উপজেলার টাকিয়া কদমা এলাকায়।
র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে নাটোরের সিংড়া উপজেলার নিংগইন এলাকায় মঙ্গলবার বিকাল সাড়ে তিনটায় অভিযান চালায়। এসময় আলুবোঝাই ট্রাকে তল্লাশি চালিয়ে ৯৩৪ বোতল ফেন্সিডিলসহ তিনজনকে আটক করা হয়। এসময় ট্রাকটিকে জব্দ করা হয়।
আটককৃতরাসহ জব্দকৃত মাদকদ্রব্যের ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র্যাব।