নাটোররাজশাহী সংবাদ
লালপুরে ফেন্সিডিলসহ আটক ২
লালপুর প্রতিনিধিঃ
নাটোরের লালপুুর উপজেলার জোতদৈবগি শাহেদের পুকুরের চালার নিচে ফেন্সিডিল ক্রয় বিক্রয় করার সময় হাতেনাতে দুইজন কে আটক করেছে লালপুর থানা পুলিশ।
রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে লালপুর থানার ওসি তদন্ত মনোয়ারুজ্জামান এর নেতৃত্বে লালপুর থানা পুলিশের একটি দল জোতদৈবগি শাহেদের পুকুরের চালার নিচে ফেন্সিডিল ক্রয় বিক্রয় করার সময় বালিতিতা ইসলামপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে শাহেদ (৩৮) ও আলাউদ্দিনের ছেলে হাসান (৩৫) কে ১৫ বোতল ফেন্সিডিলসহ আটক করে লালপুর থানা পুলিশ।
লালপুর থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা ঘটনার সত্যতা স্বীকার করে জানান তাদের বিরুদ্ধে লালপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।