আন্তর্জাতিক

নাইজেরিয়ায় বিমান বিধ্বস্ত, ৭ জন নিহত

সংবাদ চলমান ডেস্কঃ

রবিবার (২১ ফেব্রুয়ারি) নাইজেরিয়ায় সামরিক বাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়ে সাতজন নিহত হয়েছেন।  বার্তা সংস্থা এএফপি জানায়, রবিবার রাজধানী আবুজার কাছাকাছি এ দুর্ঘটনা ঘটে।

কর্মকর্তারা বলছেন, বিমানের পাইলট ইঞ্জিন বিকল হওয়ার কথা জানিয়েছিলেন। দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি।

এক বিবৃতিতে মুখপাত্র ইবিকুনলে দারামোলা জানান, নাইজেরিয়ার পার্শ্ববর্তী দেশ নাইজারের রাজধানী মিনায় যাওয়ার পথে ইঞ্জিন বিকলের কথা জানিয়ে আবুজা বিমানবন্দরে ফেরার সময় বিচক্র্যাফট কিংএয়ার বি৩৫০ বিমানটি বিধ্বস্ত হয়। মিনার অবস্থান আবুজা থেকে ১১০ কিলোমিটার উত্তরপশ্চিমে।

দারামোলা বলেন, দুঃখজনকভাবে বিমানে থাকা সাতজনের সবাই নিহত হয়েছেন। নাইজেরিয়ার বিমান পরিবহনমন্ত্রী সিরিকা হাদিও দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

ভিডিওতে দেখা যায়, আগুন নেভাতে ঘটনাস্থলে জল কামান ব্যবহার করা হচ্ছে। এছাড়া চারপাশে অনেক মানুষকে জড়ো হয়ে থাকতে দেখা যায়। বিমান বাহিনী জানিয়েছে, এ দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করা হয়েছে বলে জানা যায়।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button