প্রধানমন্ত্রীর নিকট থেকে পুরুস্কার পাওয়া সেই চেয়ারম্যানের পরিষদে উন্নয়নের ছোঁয়া
ইসরাত জাহান: নাটোর তেবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের উন্নয়নের চিত্র নিয়ে এলাকাবাসীর মধ্যে চলছে স্বস্তির আলোচনা। দীর্ঘ তিন বার তেবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে ও তিনি নিজের জন প্রিয়তাকে ধরে রেখে এলাকার গুরুত্ব পুর্ন উন্নয়ন করে এরই মাঝে সাধারন মানুষের মাঝে জায়গা করে ব্যাপক আলোচনায় এসেছেন এই চেয়ারম্যান উমর আলী প্রধান। দীর্ঘ অনুসন্ধানে জানাগেছে, এলাকার উন্নয়নের পাশাপাশি তিনি বাল্যবিয়ে, কৃষকদের সুবিধা অসুবিধা সহ সকল বিষয়ে নিজের উদ্যেগে সেবা নিয়ে কাজ করছেন। জানা গেছে নাটোর জেলার সকল চেয়ারম্যানের মধ্যে তার কার্যক্রম অন্যতম। তিনি সরকারি অনুদানের বাইরেও সাধারনের সেবা দিয়ে থাকেন। তেবাড়িয়ার আব্দুল গফুর সংবাদ চলমান কে বলেন, জামাত বি এন পি ক্ষমতায় থাকাকালীন সময়েও তিনি এই ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন যা ছিল দেশবাসীর নিকট বিরল ঘটনা। এই সাহসী চেয়ারম্যান কে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুরুষ্কৃত করেছেন। তবে তার চেস্টা ও সফলতা ইউনিয়ন বাসীর নিকট অনেক টাই গৌরবময়। জানতে চাইলে চেয়ারম্যান ওমর আলী প্রধান বলেন আমি শেখ মুজিবের আদর্শ রক্ষা করার চেস্টা করি আমি জনগনের সেবা করতে পেরে নিজেকে ধন্য মনে করি।