নাটোররাজশাহী

নাটোর সদর হাসপাতালে ল্যাপারোস্কপিক সার্জারি চালু

নাটোর প্রতিনিধি:  মুজিববর্ষে চিকিৎসা সেবার পরিধি বাড়াতে নাটোর আধুনিক সদর হাসপাতালে পিত্তথলির পাথর অপসারণে ল্যাপারোস্কপিক সার্জারি চালু করা হয়েছে। শনিবার ঐতিহাসিক ৭ মার্চকে স্মরণীয় করে রাখতে সেবাটি চালু করা হয়। প্রতিমাসে একদিন করে এই সেবা চালু থাকবে।

প্রথমদিনে ববিতা এবং শামসুন্নাহার নামে দু’জন গৃহবধূর পিত্তথলি থেকে ল্যাপারোস্কপিক সার্জারির মাধ্যমে সফলতার সঙ্গে পাথর অপসারণ করা হয়।

নাটোরের সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান ও হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ আনছারুল হক এ সময় উপস্থিত ছিলেন।

হাসপাতালের সহকারী পরিচালক ডা. আনছারুল হক বলেন, মুজিববর্ষ উপলক্ষ্যে হাসপাতালে সেবার পিরিধি বাড়াতে ল্যাপারোস্কপি মেশিনটি চালু করা হলো-যা অব্যাহত থাকবে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button