নাটোররাজশাহী সংবাদ
নাটোরে বিদেশি পিস্তল-গুলিসহ অস্ত্র ব্যবসায়ী আটক
নিজস্ব প্রতিবেদক:
নাটোরে অস্ত্র-গুলিসহ এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সকাল পৌনে আটটার দিকে নাটোর জেলার সদর থানাধীন মোকরমপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র-গুলিসহ তাকে আটক করে র্যাব-৫ নাটোর ক্যাম্পের সদস্যরা।
আটককৃত হলেন, মো. সাকিবুল হাসান শান্ত (১৯)। তিনি নাটোরের গুরুদাসপুর উপজেলার দস্তানা নগরের মো. আফাজ মৃধার ছেলে।
র্যাব-৫, রাজশাহী এর সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি আভিযানিক দল বৃহস্পতিবার সকাল পৌনে আটটার দিকে নাটোর জেলার সদর থানাধীন মোকরমপুর বাজার এলাকায় অভিযান চালায়। এসময় ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন ও ১ রাউন্ড গুলিসহ মো. সাকিবুল হাসান শান্তকে হাতেনাতে আটক করা হয়।
আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র্যাব।