নাটোররাজশাহী সংবাদ
নাটোরে পুড়ল প্রবাসীর সাত ঘর, কম্বল বিতরণ
নাটোর প্রতিনিধি : নাটোরের গুরুদাসপুরে শুক্রবার রাতে রান্না ঘরের আগুন থেকে সৌদি প্রবাসীর ৭টি ঘর পুড়ে গেছে। ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে রাতেই শুকনো খাবার ও কম্বল পৌঁছে দিয়েছেন এবং ক্ষতিগ্রস্থ পরিবারকে সমবেদনা জানিয়েছেন ইউএনও তমাল হোসেন।
রান্না ঘরের আগুন থেকে উপজেলার নাজিরপুর ইউপির নাজিরপুর বাজার সংলগ্ন সৌদি প্রবাসী জাহিদুল ইসলাম হিরার বাড়িতে আগুন লাগে। একটি ঘরে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান স্থানীয়রা।
ইউএনও তমাল হোসেন বলেন, খবর পেয়ে খাবার ও কম্বল ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে দেয়া হয়। পরবর্তীতে তাদের আরো সহযোগিতা করা হবে এবং তাদের সার্বিক খোঁজ খবর নেয়া হচ্ছে।