নাটোর

নাটোরে পুলিশের অক্সিজেন ব্যাংকের উদ্বোধন

মনজুরুল ইসলাম নাটোর প্রতিনিধিঃ

একটি ফোনেই করোনা আক্রান্তদের বাড়ীতে বিনামুল্যে পৌছে যাবে অক্সিজেন সিলিন্ডার এই প্রত্যয় নিয়ে নাটোরে পুলিশের অক্সিজেন ব্যাংকের উদ্বোধন করা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে বড় হরিশপুর পুলিশ লাইনের ড্রিল শেডে অক্সিজেন ব্যাংকের উদ্বোধন করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন। ৫১ টি অক্সিজেন সিলিন্ডার ও তিনটি এ্যাম্বুলেন্স এবং একটি অক্সিজেন বহনকারী পিকআপ ভ্যানের মাধ্যমে এই যাত্রা শুরু করা হয়। পুলিশ সুপার লিটন কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যেও মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি জয়দেব ভদ্র , সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মহসিন আলী সহ পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানে ডিআইজি আব্দুল বাতেন বলেন, করোনার এই মহামারিতে যার যা সামথর্য আছে তাই নিয়ে করোনা দূর্গত মানুষের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদের প্রতি আহবান জানান। পুলিশের এই অক্সিজেন ব্যাংক থেকে এই মহামারিতে যার অক্সিজেনের প্রয়োজন পড়বে ফোন করার সাথে সাথে অক্সিজেন পৌঁছে দেওয়া হবে রোগীর বাড়িতে অথবা হাসপাতালে। পুলিশ জনগণের কল্যাণে সবসময় নিয়োজিত।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button