নাটোরে দুই শিশুর লাশ উদ্ধার
নাটোর প্রতিনিধিঃ
নাটোরের লালপুরে পদ্মা নদীতে গোসলে নেমে তিন শিশু নিখোঁজের ঘটনায় দিপু ইসলাম (১২) ও জয় (১০) নামে দুইজনের লাশ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।
আজ বুধবার (১৭ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে লাশ দুটি উদ্ধার করা হয়। এখনো নিখোঁজ রয়েছে দিপুর ভাই অপু ইসলাম (১৪)। তাকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস।
মৃত দিপু ইসলাম ও নিখোঁজ অপু ইসলাম উপজেলার বালিতিতা ইসলামপুর গ্রামের আবুল কালামের ছেলে। অপর নিহত শিশু জয় একই এলাকার স্বপনের ছেলে।
স্থানীয়রা জানান, দুপুরে গোসল করার জন্য দিপু, অপু, জয় ও খালেক নামে চার শিশু একসঙ্গে পদ্মা নদীতে ঝাঁপ দেয়। এ সময় নদীতে পানি ও স্রোত বেশি থাকায় দিপু ,অপু ও জয় পানিতে ডুবে যায় এবং খালেক সাঁতরে তীরে উঠে পড়ে। পরে খালেক চিৎকার করে এলাকাবাসীকে ডাকলে এলাকাবাসী নদীতে নেমে তাদের খোঁজাখুজি শুরু করেন এবং পুলিশে খবর দেন।
লালপুর থানার ওসি নাসিম আহমেদ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজ শুরু করে এবং পুলিশও ঘটনাস্থলে আসে। সন্ধ্যা ৬টার দিকে দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। এবং নিখোঁজ আরেক শিশুকে উদ্ধারে রাজশাহীর ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে বলে জানান তিনি।