কুমিল্লাসংবাদ সারাদেশসারাদেশ

মুরাদনগরে ঘর পরিদর্শন করলেন কুমিল্লার জেলা প্রশাসক

শামীম, কুমিল্লা জেলা প্রতিনিধিঃ

কুমিল্লার মুরাদনগরে প্রধানমন্ত্রী শেখ হসিনার উপহারের ঘর পরিদর্শন করলেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামারুল হাসান।

আজ সোমবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা প্রশাসনের সাথে বৈঠক করেন তিনি। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাসসহ উপজেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ণ ২ প্রকল্পের আওতাধীন ভূমিহীণ ও গৃহহীনদের জন্য প্রধানমন্ত্রীর উপহারের ঘর পরিদর্শনের জন্য জেলা প্রশাসক উপজেলার চাপিতলা ইউনিয়নের পুষ্করিনীর পাড় গ্রামে নির্মিত ঘরগুলো ঘুরে দেখেন এবং কাজের অগ্রগতির খোঁজখবর নেন।

করোনাকালীন সময়ে নির্মাণকর্মীদের খেলাধুলার জন‍্য একটি ফুটবল ও অসহায় খেটে খাওয়া মানুষের মধ্যে ত্রাণ সামগ্রীসহ মাস্ক বিতরণ করেন। এ সময় তিনি ঘর নির্মাণকর্মীদের সঙ্গেও কথা বলেন ও তাদের সার্বিক অবস্থার খোঁজখবর নেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর উপহারের এই ঘর ভালো ভাবে নির্মাণ করতে হবে। তারপরেও কখনো কোন সমস্যা মনে করলে ঘরের দায়িত্বে থাকা সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানাবেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাস, উপজেলা সহকারী ভূমি কমিশনার সুমাইয়া মমিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হাই, টনকী ইউপির চেয়ারম্যান জাকির হোসাইন, চাপিতলা ইউপির চেয়ারম্যান আব্দুল কাইয়ুম ভুইয়া প্রমুখ।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button