নাটোররাজশাহী সংবাদ
নাটোরে জুতার ভেতরে ৮০ হাজার ডলার, আটক ২
নাটোর প্রতিনিধিঃ নাটোরে ৮০ হাজার মার্কিন ডলারসহ ২ যুবককে আটক করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাতে শহরের বন বেলঘড়িয়া বাইপাস এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, একটি চক্র বাসে করে বিপুল পরিমাণ বিদেশি ডলার পাচার করছে-এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় চেকপোস্ট বসিয়ে ঢাকামুখী গ্রামীণ ট্রাভেলসের একটি বাসে তল্লাশি চালায় গোয়েন্দা শাখার সদস্যরা। এ সময় ওই দুই যুবকের জুতার সোলের ভেতরে বিশেষ ব্যবস্থায় রাখা ডলারগুলো উদ্ধার করে পুলিশ।
আটক দুই যুবকের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলায় বলে জানিয়েছে পুলিশ।