নাটোররাজশাহী সংবাদ
নাটোর সদর উপজেলা আ.লীগের নেতৃত্বে আনু-জহুরুল
নিজস্ব প্রতিবেদক:
নাটোর সদর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি পদে আনোয়ার হোসেন আনু ও সাধারণ সম্পাদক পদে জহুরুল ইসলাম প্রামাণিক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
সোমবার (৯ ডিসেম্বর) বিকেলে নাটোর এন এস সরকারি কলেজ অডিটোরিয়ামে সম্মেলনের প্রথম অধিবেশন শেষে তাদের নাম ঘোষণা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল এমপি।
আনোয়ার হোসেন আনু সদ্যবিলুপ্ত সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জহুরুল ইসলাম প্রামাণিক হালসা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান।
এর আগে সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়িয়ে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অধিবেশনের শুরুতে বক্তব্য দেন- সংরক্ষতি মহিলা সংসদ সদস্য রত্না আহমেদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, প্রফেসর সামসুল ইসলাম প্রমুখ।