নাটোররাজশাহী সংবাদ
নাটোরে মদ্যপানের সময় আ.লীগ নেতা আটক
নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদ সদস্য বদিউর রহমান বদরকে (৪০) মদ্যপানের সময় হাতেনাতে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। তিনি নাটোর জেলা পরিষদের ১২নং ওয়ার্ড সদস্য।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার গোপালপুর পৌর এলাকার আজিমনগর রেলস্টেশন থেকে তাকে আটক করা হয়। তিনি স্টেশন সংলগ্ন একটি চায়ের দোকানে বসে মদ্যপান করছিলেন বলে জানা গেছে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক আলমগীর হোসেন জানান, সন্ধ্যায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক (ইন্সপেক্টর) আবদুর রউফের নেতৃত্বে একটি দল গোপালপুরের আজিমনগর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় দেশি মদ সেবনের সময় বদিউর আলম বদরসহ বেশ কয়েকজনকে হাতেনাতে আটক করা হয়।
আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।