চারঘাটে অপহৃত ব্যক্তি নাটোরে উদ্ধার, গ্রেফতার ১
নিজস্ব প্রতিবেদক: ছেলেকে অপহরণের বিষয়ে সোমবার (১৬ ডিসেম্বর) থানায় এজাহার দায়ের করেন বাবা। এর প্রেক্ষিতে রাজশাহীর চারঘাট থানা পুলিশ অভিযান চালিয়ে মঙ্গলবার রাতে নাটোর থেকে অপহৃতকে উদ্ধার করেছে। এসময় অপহরণে জড়িত একজনকে গ্রেফতার করা হয়।
উদ্ধারকৃতের নাম নাসির উদ্দিন মোল্লা (৩৮)। তিনি চারঘাট থানার নিমপাড়া এলাকার মো. আশরাফ আলীর ছেলে। আশরাফ আলী ওই এজাহার দায়ের করেন।
গ্রেফতারকৃত হলেন মো. সোহেল রানা(১৯)। সে নাটোর সদর থানার গুনারী এলাকার মো. মো. আক্কাস আলীর ছেলে।
জেলা পুলিশ জানায়, ছেলেকে অপহরণের বিষয়ে সোমবার (১৬ ডিসেম্বর) চারঘাট থানায় এজাহার দায়ের করেন বাবা। এর প্রেক্ষিতে চারঘাট মডেল থানা পুলিশকে অপহৃতকে উদ্ধারে বিশেষ নির্দেশনা দেন রাজশাহী জেলা পুলিশ সুপার। পরে অভিযান চালিয়ে মঙ্গলবার রাতে নাটোর সদর থানাধীন গুনারী গ্রামস্থ লিচু বাগানের ভেতর থেকে অপহৃতকে উদ্ধার উদ্ধার করে পুলিশ। এসময় অপহরণে জড়িত একজনকে গ্রেফতার করা হয়। এর আগে, ১৬ ডিসেম্বর অপহৃতের বাবা এজাহারটি দায়ের করেন।
গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশের সংশ্লিষ্ঠ বিভাগ।