তানোররাজশাহী

দ্বিতীয় বিয়ের জ্বালায় এসআই

স্টাফ রিপোর্টারঃ

বর্তমানে রাজশাহীর তানোর থানায় কর্মরত রয়েছেন এসআই আনিছুর রহমান দ্বিতীয় বিয়ে করায় তার কপাল পুড়তে বসেছে এমন অভিযোগে ভাইরাল এখন সুশিল সমাজ।

জানা গেছে, প্রথম স্ত্রীর টাকায় করেছেন পড়াশোনা, কিনেছেন নতুন মোটরসাইকেলও। কিন্তু চাকরিতে যোগ দেয়ার সময় বিয়ের তথ্যই গোপন রেখেছেন এসআই আনিছুর রহমান। এরপর করেন দ্বিতীয় বিয়ে। তবে প্রথম বিয়ের তথ্য গোপন রাখায় কপাল পুড়ছে তার।

এসআই আনিছুর রহমানের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন প্রথম স্ত্রী রেবেকা সুলতানা মনি। এতে শাস্তির মুখে পড়তে যাচ্ছেন তিনি।

আনিছুর রহমান গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম ইউনিয়নের উত্তর শান্তিরাম এলাকার রিয়াজুল হকের ছেলে। এখন তিনি রাজশাহীর তানোর থানায় কর্মরত ।

রেবেকা সুলতানার বাড়ি গাইবান্ধা সদরের রুপারবাজারের উত্তর ঘাগোয়া কাটিহারা এলাকায়। তার বাবার নাম মোহাম্মদ আলী। ২০১৫ সালের ২৯ সেপ্টেম্বর পারিবারিকভাবেই রেবেকাকে বিয়ে করেন আনিছুর।

২০১৮ সালে পুলিশ বাহিনীতে শারীরিক, লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হন তিনি। ট্রেনিং শেষে ২০১৯ সালের ৪ ফেব্রুয়ারি তিনি সিরাজগঞ্জের বেলকুচি থানায় এসআই পদে যোগদান করেন। চাকরিতে যোগদানের পর আনিছুর সিরাজগঞ্জের রায়গঞ্জ থানার পাঙ্গাসি ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য কুলছুম খাতুনের মেয়ে বৃষ্টি খাতুনকে দ্বিতীয় বিয়ে করেন।

প্রেমের ফাঁদে ফেলে ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ুয়া বৃষ্টিকে বিয়ে করেন আনিছুর। এরপর বাসাভাড়া নিয়ে তাকে ঢাকায় রেখেছেন তিনি। সেখানে নিয়মিত যাতায়াত করেন। দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে প্রথম স্ত্রীর অনুমতি নেননি এসআই আনিছুর।

এতদিন কৌশলে দুই স্ত্রীর সঙ্গেই যোগাযোগ বজায় রাখছিলেন। সম্প্রতি যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়ায় প্রথম স্ত্রী মনির সন্দেহ হয়। এরই মধ্যে স্বামীর দ্বিতীয় বিয়ের খবর জানতে পারেন প্রথম স্ত্রী রেবেকা।

এরপর দ্বিতীয় স্ত্রীকে ছেড়ে আসার শর্তে প্রথম স্ত্রীর কাছে ১৫ লাখ টাকা যৌতুক দাবি করেন আনিছুর। এর আগেও ২০১৫ থেকে ২০২০ সালের সেপ্টেম্বর পর্যন্ত পড়াশোনা খরচ, পুলিশে চাকরি, ট্রেনিং, নতুন বাইক কেনাসহ পাঁচ লক্ষাধিক টাকা নিয়েছেন তিনি।

এ নিয়ে চলতি বছরের ২৫ অক্টোবর রাজশাহীর এসপি বরাবর লিখিত অভিযোগ দেন আনিছুরের প্রথম স্ত্রী রেবেকা সুলতানা মনি। এতে ক্ষিপ্ত হয়ে প্রথম স্ত্রীকে মিথ্যা মামলায় জড়ানো এমনকি প্রাণনাশের হুমকি দেন আনিছুর।

ভুক্তভোগী গৃহবধূ বলেন, আমার ভাইয়ের বন্ধু ছিলেন আনিছুর। এছাড়া আমি যে কোচিং সেন্টারের ছাত্রী ছিলাম সেখানকার শিক্ষক ছিলেন আনিছুর। বিয়ের প্রস্তাব পেয়ে আমি রাজি হই। দুই পরিবারের সম্মতিতে ২০১৫ সালের ২৯ সেপ্টেম্বর ঘটা করে আমাদের বিয়ে হয়।

বিয়েতে ছয় লাখ ৫০ হাজার টাকা দেনমোহর ধার্য হয়। এতে ১১ হাজার টাকা মূল্যের স্বর্ণের নাকফুল নগদ বাবদ বুঝিয়ে দিয়ে ইসলামি শরিয়াহ অনুযায়ী বিয়ে রেজিস্ট্রি হয়। এরপর স্বামী-স্ত্রী হিসেবে তাদের সংসার শুরু হয় বলে জানা যায় একাধিক সুত্রে ।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button