ঠাকুরগাঁসংবাদ সারাদেশ

ঠাকুরগাঁওয়ে মাদক সম্রাজ্ঞীকে ১০ বছরের কারাদণ্ড

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল থানা পুলিশ রাতভর অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জনকে গ্রেফতার করেছে। রবিবার (১৭ জানুয়ারি) গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে ঠাকুরগাঁও জেল হাজতে প্রেরণ করেন।

জানা যায়, এএসপি সার্কেল তোফাজ্জল হোসেন ও থানা অফিসার ইনচার্জ এসএম জাহিদ ইকবালের নেতৃত্বে শনিবার রাতভর অভিযান চালিয়ে পৌর শহরের ডিগ্রি কলেজ সংলগ্ন লুৎফর রহমানের কন্যা মাদক সম্রাজ্ঞী ববিতাকে পৃথক ২টি মাদক মামলায় ৬ বছর সশ্রম কারাদন্ড ও ৩ হাজার টাকা জরিমানা অপর মামলার ১০বছর জেলও ১০লক্ষ টাকা জরিমানা করে।

অপরদিকে উপজেলার রসুনপুর গ্রামে কলিম উদ্দীনের পুত্র বানু শেখকের গ্রেফতারি পরোয়ানা থাকায় ও ৯৯৯ নাম্বারে কল করায় বালিয়াডাঙ্গী উপজেলার কালমেঘ এলাকার সামশুলের পুত্র মাসুদ কে গ্রেফতার করেন। এ প্রসঙ্গে থানা অফিসার ইনচার্জ এসএম জাহিদ ইকবাল বলেন, মাদক, জুয়া এসব ব্যপারে কাউকে ছাড় দেওয়া হবে না। এ উপজেলায় শান্তি শৃংঙ্খলা বজায় রাখতে পুলিশ নিরলস ভাবে রাত-দিন কাজ করে যাচ্ছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button