জাতীয়
স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
সংবাদ চলমান ডেস্ক: মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকার সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।
সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ৬টা ৩৪ মিনিটে প্রথমে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ শ্রদ্ধা নিবেদন করেন। এরপর শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
স্মৃতিসৌধে ফুল দেওয়ার পর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় করুণ সুর বেজে ওঠে বিউগলে। সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল এ সময় শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গার্ড অব অনার দেন।
এরপর প্রধান বিচারপতি, প্রধান নির্বাচন কমিশনার, মন্ত্রিপরিষদের সদস্য ও সামরিক-বেসামরিক কর্মকর্তারা স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। তারা শ্রদ্ধা জানানোর পর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষের জন্য স্মৃতিসৌধ খুলে দেওয়া হয়।