জাতীয়

সাংবাদিকদের বৈচিত্র্যময় জীবনে আনন্দের চেয়ে বেদনার মুহূর্ত প্রবল

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম

 সংবাদ চলমান ডেস্ক : গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, অনিয়ম করে হঠাৎ করে উত্থান হওয়া ব্যক্তিদের সামনে নিয়ে আসুন। মানুষ যেন তাদের ঘৃণা করতে পারে। প্রয়োজনে আমার ত্রুটি তুলে ধরুন। তবে আমাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে।

বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘রূপসী বাংলা’ শীর্ষক জাতীয় ফটো প্রদর্শনী ও প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এ অনুষ্ঠানের আয়োজন করে।

শ ম রেজাউল করিম বলেন, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে আমরা যে পদক্ষেপ নিয়েছি ও নিচ্ছি সেগুলো সাংবাদিকদের তুলে ধরতে হবে। তা না হলে আমরা উৎসাহ পাবো না।

তিনি বলেন, আমি সবসময় দুর্নীতির বিরুদ্ধে সংবাদ প্রকাশের আহ্বান জানাই। কিছু সাদা পোশাকধারী রাজনীতিক ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ ব্যক্তি দেশের এতো উন্নয়নের মাঝে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি করছেন। তাদের চিত্র প্রতিবিম্বের মতো তুলে ধরতে হবে।

সাংবাদিকদের সৃষ্টি তাদের অমরত্ব দিতে পারে উল্লেখ করে মন্ত্রী বলেন, সাংবাদিকরা কঠিনকে ভালোবাসে। তাদের বৈচিত্র্যময় জীবনে আনন্দের চেয়ে বেদনার মুহূর্ত প্রবল। তাদের অনবদ্য সৃষ্টি অনেক সময় অনুপ্রেরণা ও উৎসাহ দেয় এবং ভবিষ্যতে চলার পথ নির্দেশ করে।

ফটো সাংবাদিকদের কর্মক্ষেত্রে অনেক সময় ঝুঁকি নিয়ে কাজ করতে হয় উল্লেখ করে শ ম রেজাউল করিম বলেন, তবুও নৈপূণ্য ও শৈল্পিকতা দিয়ে নির্মল ও নির্ভেজালভাবে তারা কাজ করেন।

বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উপদেষ্টা মোহাম্মদ এনায়েত করিম, সাধারণ সম্পাদক কাজল হাজরা।

অনুষ্ঠানে গণপূর্তমন্ত্রী ৮ জন পুরস্কারপ্রাপ্ত ফটোজার্নালিস্টের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button