দূর্গাপুররাজশাহীস্লাইডার

আবারও অসহায়দের পাশে ওসি কনা

জিম,এম কিবরিয়া:

করোনাভাইরাস মোকাবেলা করতে গিয়ে  বিধস্ত অর্থনীতি পরিবার চালাতেই হিমশিম খাচ্ছেন অনেক মধ্যবিত্ত পরিবার। তখন নিন্মবৃত্ত শ্রেণীর মানুষ পড়েছেন করুণ অবস্থায়।চলমান এই লকডাউনে  সবথেকে বেশী বিপাকে পড়েছে খেটে খাওয়া শ্রমজীবী মানুষ।

অনেকেই হয়ে পড়েছে কর্মহীন। রমজান প্রায় শেষ,সামনে ঈদুল ফিতর এই সংকটে পাশে দাঁড়িয়েছে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খুরশিদা বানু (কনা)। সামাজিক দুরত্ব নিশ্চিত করে শতাধিক পরিবার এর মাঝে এই ত্রাণ সামগ্রী তুলে দেন তিনি ।

সুবিধা পাওয়া আমেনা বেগম জানান, আমার পরিবারে আমরা ২ জন, একটা মেয়ে ছিল তাকেও বিয়ে দিয়েছি। অসুস্থ স্বামী কে নিয়ে মানুষের বাসায় কাজ করে সংসার চলাতাম করোনাভাইরাস এর কারণে ভাড়াটিয়ারা তাদের গ্রামের বাড়িতে চলেগেছে আমি কর্মহীন হয়ে পড়েছি, খেয়ে না খেয়ে দিন পার করছিলাম এক অপরিচিত মানুষ আমার কথা গুলো শুনে আমাকে থানায় আসতে বলে।আজ এই ত্রাণ পেয়ে আল্লাহর কাছে আমি হাজার শুকরিয়া আদায় করি।

ওসি খুরশিদা বানু (কনা) জানান, সামনে ঈদ দেশের এই পরিস্থিতি, খেটেখাওয়া অসহায় মানুষদের কথা চিন্তা করে তাদের পাশে দাঁড়ানোর এই ক্ষুদ্র চেষ্টা আমাদের। এই বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক একজন শিক্ষক বলেন, আমাদের স্কুল বন্ধ থাকায় বেতন বন্ধ। কঠিন সমস্যায় ছিলাম তা আমার আল্লাহই জানেন। হঠাৎ একদিক রাতে দুর্গাপুর থানার পুলিশ সদস্যরা আমার বাসায় ত্রাণ দিয়ে যায়। এমতাবস্থায় দুর্গাপুর এর সর্বস্তর এর সাধারণ মানুষ ওসি অন্যন্য উদ্যোগ কে স্বাগত জানিয়েছেন। এমন মানবিক ওসি নিজ থানায় পাওয়া ভাগ্যের ব্যাপার বলে মনে করেছেন খেটেখাওয়া মানুষ।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button