জাতীয়
লেগানেসকে উড়িয়ে বার্সার জয়
সংবাদ চলমান ডেস্ক: লেগানেসকে রীতিমতো উড়িয়ে ছেড়েছে বার্সেলোনা। এর মধ্যে যাকে নিয়ে স্বপ্ন বুনেছিল বার্সার সমর্থকরা, সেই মেসিও করেছেন ৫০০তম জয়ের রেকর্ড। তবে এটি ছিল বার্সার জার্সি গায়ে।
বৃহস্পতিবার রাতে ঘরের মাঠে ক্যাম্প ন্যুয়ে লেগানেসকে ৫-০ গোলে হারিয়ে কোপা দেল রের শেষ আটে পা রেখেছে বার্সেলোনা। যেখানে জোড়া গোল করেছেন লিওনেল মেসি। আর একটি করে গোল করেছেন গ্রিজমান, ল্যাংলেট ও আর্থুর।
বার্সার হয়ে ৭১০ ম্যাচ খেলা মেসির ৫০০টি জয় এসেছে ভিন্ন ভিন্ন দলের বিপক্ষে। এর মধ্যে সর্বোচ্চ (২৯) জয় এসেছে সেভিয়ার বিপক্ষে।