যে কারণে শেখ হাসিনাকে দিয়ে টেস্ট ম্যাচ উদ্বোধন করাচ্ছে ভারত
সংবাদ চলমান ডেস্ক:
ভারতের মাটিতে দিবা-রাত্রির প্রথম টেস্ট ক্রিকেট ম্যাচ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিয়ে উদ্বোধন করানোর কারণ খোলাসা করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে মুখপাত্র রবিশ কুমার বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার কলকাতায় আসছেন। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে ও অনুরোধেই আসছেন। ভারত বাংলাদেশের টেস্ট ইতিহাসের নতুন মাত্রার আলোকেই এই আমন্ত্রণ জানানো হয়েছে। ভারতের মাটিতে এটিই প্রথম দিবারাত্রির টেস্ট ম্যাচ।’
মুখপাত্র আরো বলেন, ‘আমরা মনে করেছি, ভারতের প্রথম দিবা রাত্রির টেস্ট ম্যাচ ভারতের ভালো বন্ধুকে দিয়েই উদ্বোধন করানোই সবচেয়ে যথাযথ হবে। আর এ কারণেই তাঁকে (শেখ হাসিনাকে) আমন্ত্রণ জানানো হয়েছে।’
শুক্রবার পশ্চিমবঙ্গের কলকাতায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার দুপুরে কলকাতার ইডেন গার্ডেনে বাংলাদেশ ও ভারত প্রথম বারের মতো দিবা-রাত্রির যে টেস্ট ম্যাচ খেলবে তা উদ্বোধন করবেন তিনি। প্রথম দিনের খেলার কিছু অংশ দেখে শুক্রবার রাতেই তিনি ঢাকায় ফিরবেন।