জাতীয়

মুজিববর্ষে দুই আইন চূড়ান্ত: তথ্য প্রতিমন্ত্রী

চলমান ডেস্ক:মুজিববর্ষে দুই আইনের চূড়ান্ত অনুমোদন দেয়া হবে বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান।

রোববার সচিবালয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীন সংস্থার চারটি ডিজিটাল সেবা কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

মুরাদ হাসান বলেন, আমরা তথ্য মন্ত্রণালয়ের কাজগুলো সঠিকভাবে পরিচালনার চেষ্টা করছি। আমাদের ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার ভাইদের জন্য যে জিনিসটি খুব বেশি জরুরি ও প্রয়োজনীয় প্রশ্ন- সেটা হলো গণমাধ্যমকর্মী আইনের কী হলো? সম্প্রচার আইনের কী হলো?

প্রতিমন্ত্রী বলেন, ইনশাআল্লাহ, খুব দ্রুতই হবে। মুজিববর্ষে আমরা গণমাধ্যমকর্মী আইন ও সম্প্রচার আইন (জাতীয় সম্প্রচার কমিশন আইন) সম্পন্ন করবো। আজকে সেটা পুনর্ব্যক্ত করলাম।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button