ভুয়া তথ্যে এমপিও পাওয়া প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা হবে’
সংবাদ চলমান ডেস্ক:
ভুয়া তথ্য দিয়ে এমপিও হওয়া স্কুলগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
তিনি বলেন, যারা এসব তথ্য দিয়েছেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।
রোববার (২৭ অক্টোবর) রাজধানীর ব্যানবেইস সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সম্প্রতি ঘোষিত ২৭৩০ প্রতিষ্ঠানের এমপিওভুক্তির বিষয়ে নানা অসঙ্গতি দেখা দেয়। এ নিয়ে গণমাধ্যমে বিভিন্ন খবর প্রকাশিত হয়। ফলে জনমনে বিভিন্ন ধরণের প্রশ্ন দানা বাধে। বিষয়টির ব্যাখা দিতেই গণমাধ্যমের মুখোমুখি হন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
ভাড়া বাড়িতে থাকা প্রতিষ্ঠান এমপিও শর্ত ভঙ্গ করেনি উল্লেখ করে মন্ত্রী বলেন, এগুলো আগেই টেন্ডার করা ছিল। এমপিও পাওয়ার কথা শুনে তারা তড়িঘড়ি করে কাজ শুরু করেছেন।
আগে এমপিও পাওয়া স্কুল এমপিওভুক্ত হওয়ার প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, ওই স্কুলটির আসলে উচ্চ মাধ্যমিকের জন্য আবেদন করা ছিল। ভুলে তারা নিম্নমাধ্যমে এমপিওভুক্ত হয়েছিল। তালিকা চূড়ান্ত করার সময় আগের তালিকার সঙ্গে মিলিয়ে না দেখায় এই ভুল হয়েছে।
তিনি বলেন, এমপিও ঢালাওভাবে দেয়া হয়নি। সর্বোচ্চ যোগ্যদের বিবেচনা করা হয়েছে। ভৌগলিক বিবেচনায় যে প্রতিষ্ঠান যোগ্য তাদেরই দেয়া হয়েছে।