বিশ্ববিদ্যালয়ের প্রস্তাব দিলেন প্রধান বিচারপতি, রাজি প্রধানমন্ত্রী
সংবাদ চলমান ডেস্ক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আইন বিষয়ে একটি আলাদা বিশ্ববিদ্যালয় করার প্রস্তাব দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। যার নাম হবে ‘বঙ্গবন্ধু আইন বিশ্ববিদ্যালয়’।
প্রধান বিচারপতির এ প্রস্তাবে খুশি হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দিয়েছেন সম্মতির ইঙ্গিত।
শনিবার (৭ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতি এবং দেশের অধস্তন আদালতের সকল পর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের অংশগ্রহণে বিচার বিভাগীয় সম্মেলনে এমন প্রস্তাব দেয়া হয়।
সম্মেলনে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সম্মেলনে প্রধান বিচারপতি প্রস্তাব করে বলেন, ‘দেশে বঙ্গবন্ধু আইন বিশ্ববিদ্যালয় নামে একটি বিশ্ববিদ্যালয় হওয়া প্রয়োজন। সেটা হবে একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয়।’
এ ধরনের বিশ্ববিদ্যালয় হলে সেখান থেকে দক্ষ বিচারক পাওয়া যাবে বলে মন্তব্য করেন প্রধান বিচারপতি।
প্রধান বিচারপতির প্রস্তাবে প্রধানমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু আইন বিশ্ববিদ্যালয়-সংক্রান্ত প্রধান বিচারপতির প্রস্তাবটি আমার খুব ভালো লেগেছে। এটা একটা নতুন প্রস্তাব।’
তিনি আরও বলেন, দেশে অনেক বিশেষায়িত বিশ্ববিদ্যালয় হচ্ছে, এটাও হতে পরে।’