সংবাদ সারাদেশ

খুলনা বিশ্ববিদ্যালয় ছাত্রীর আত্মহত্যা

খুলনা প্রতিনিধিঃ

খুলনা বিশ্ববিদ্যালয়ের ড্রয়িং এন্ড পেইন্টিং ডিসিপ্লিনের প্রথম বর্ষের শিক্ষার্থী আফসানা আফরিন সুমি (১৯) আত্মহত্যা করেছেন। ১৯ ফেব্রুয়ারি শুক্রবার নিজ বাসভবনে সকাল ১১ টার দিকে সিলিং ফ্যানের সাথে গলায় দঁড়ি দিয়ে তিনি আত্মহত্যা চেষ্টা করেন।

পরিবারের লোকজন খবর পেয়ে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের নিয়ে আসেন। সেখানে দুপুর ১ টার দিকে তার মৃত্যু হয়।আত্মহত্যাকারী শিক্ষার্থী নগরীর ফুলবাড়িগেটের মীরেরডাঙ্গা এলাকার ইউনূস মোল্লার মেয়ে।

সুমি খুলনা বিশ্ববিদ্যালয়ের ড্রয়িং অ্যান্ড পেইন্টিং ডিসিপ্লিনের ২০ ব্যাচের শিক্ষার্থী।

স্থানীয়রা জানায়, আফসানা আফরিন সুমি সবার অজান্তে গলায় ফাঁস দেন। আত্মীয়-স্বজন তাকে উদ্ধারের পর দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। শেষখবর পাওয়া পর্যন্ত তার মরদেহ খুমেকের লাশ ঘরে রয়েছে। আজ শনিবার তার লাশ দাফন করা হবে।

সুমির বাবা ইউনুস মোল্যা বলেন, ছয় ছেলে-মেয়ের মধ্যে সবার ছোট এবং আদরের মেয়ে সুমি। রোগাক্রান্ত হওয়ায় খাওয়া-দাওয়ার জন্য তার মা প্রতিনিয়ত চাপ দিত। বেশি বেশি খেতে বলত। সেই ক্ষোভে সুমি আত্মহত্যা করতে পারে। তার বন্ধু-বান্ধব তেমন ছিল না। লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকত সুমি।

তবে আফসানা আফরিন সুমির সহপাঠীরা জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গ্রাফিক্স ডিজাইন বিভাগের ১ম বর্ষের এক ছেলের সঙ্গে সম্পর্ক ছিল সুমির। সর্বশেষ কিছুদিন আগে সেই সম্পর্ক ভেঙে যায়। তা নিয়ে সুমি বেশ হতাশায় ভুগছিল, যেটা তাদের সঙ্গে শেয়ার করেছে। তাই তাদের ধারণা সেই জেরেই সুমি আত্মহত্যা করেছেন।

একইসঙ্গে ওই শিক্ষার্থীর ফেসবুক ও হোয়াটসঅ্যাপ শেষদিকের স্টোরিতে দেখা যায় ভালোবাসার সম্পর্ক ভেঙে যাওয়াকে নিয়ে কেন্দ্র করে তিনি বিভিন্ন রকম স্টোরি দিয়েছিলেন। তবে কাউকে কিছু না জানিয়ে আত্মহত্যা করায় তার সহপাঠীরা হতবাক হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রবীর কুমার বিশ্বাস বলেন, শিক্ষার্থীর বাবা একটি লিখিত অভিযোগে বলেছেন খাওয়া-দাওয়া করত না এ নিয়ে মায়ের সঙ্গে ঝগড়া ও কথাকাটি হয়। এরপর  মায়ের উপর অভিমান করে ওই শিক্ষার্থী ১৯ফেব্রুয়ারি দুপুরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে অস্বাভাবিক মৃত্যুর একটি মামলা করা হয়েছে বলে জানান তিনি।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button