জাতীয়

ফারাক্কা বাঁধের সব গেট খুলে দিয়েছে ভারত

রাজশাহী অঞ্চলে বন্যা আশঙ্কা

ফারাক্কা বাঁধের সব গেট খুলে দিয়েছে ভারত। এতে পদ্মা নদীতে দ্রুত পানি বেড়ে রাজশাহী অঞ্চলের নিচু এলাকায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তারা বলেছেন, বর্ষায় ফারাক্কার প্রায় সব গেট খোলা থাকে। এ সময় কখনো ৮০ আবার কখনো ৯০টি গেট খুলে দেয়া হয়। সেটি নির্ভর করে বৃষ্টি ও বন্যার ওপর। ভারত ফারাক্কা বাঁধের সব গেট খুলে দেয়ায় গঙ্গার পানি চলে আসছে বাংলাদেশের পদ্মা নদীতে। ফলে রাজশাহীতে পদ্মায় পানিপ্রবাহ বিপৎসীমার কাছাকাছি চলে এসেছে।

রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী (চলতি দায়িত্ব চাঁপাইনবাগঞ্জ) শাহিদুল আলম বলেন, সোমবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত এক দিনে ১১ সেন্টিমিটার পানি বেড়েছে। ধারণা করা হচ্ছে আরো কিছু গেট খুলে দেয়া হয়েছে। এছাড়া টানা বৃষ্টিতেও পদ্মার পানি বাড়ছে।

তিনি আরো বলেন, বর্তমানে রাজশাহী পয়েন্টে পদ্মার পানি প্রবাহিত হচ্ছে ১৭ দশমিক ৯৮ সেন্টিমিটারে। দুই দিনের মধ্যে বিপদসীমা ১৮ দশমিক ৫০ সেন্টিমিটার অতিক্রম করতে পারে।

এদিকে ভারতের জি২৪ ঘণ্টা বলছে, উত্তর প্রদেশ ও বিহারে কয়েক দিনে রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে। এতে উপচে পড়ছে পানি। এ কারণেই ফারাক্কা বাঁধের সব গেট একসঙ্গে খুলে দিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। এর জেরে মুর্শিদাবাদের একাংশ ও বাংলাদেশে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button