নাটোররাজশাহীসংবাদ সারাদেশসারাদেশ

লালপুরে ৪১ চেয়ারম্যান প্রার্থীসহ ৫৭৭ প্রাথীর প্রতীক বরাদ্দ

মনজুরুল ইসলাম নাটোর প্রতিনিধিঃ

তৃতীয় ধাপে ২৮ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে নাটোরের লালপুর উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের নির্বাচন।

এতে উপজেলা নির্বাচন কমিশন কর্তৃক ১০টি ইউনিয়নে প্রতীক বরাদ্দ দিয়েছেন চেয়ারম্যান পদে ৪১ জনের, সদস্য পদে ৪১৬ জনের, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১২০ জনের। উপজেলার ১০টি ইউনিয়নের প্রতীক বরাদ্দ দিয়েছেন চেয়ারম্যান পদে ৪১ জন প্রার্থী।

এদের মধ্যে আওয়ামীলীগ দলীয় মনোনীত প্রতীক হলো ১০ জন, স্বতন্ত্র প্রতীক ২৯ জন। বাংলাদেশ ইসলামী আন্দোলন প্রার্থী ২ জন। আজ শুক্রবার ১২ নভেম্বর প্রতীক বরাদ্দ দিনে উপজেলা ১০ টি ইউনিয়নের দলীয় ও স্বতন্ত্র চেয়ারম্যান পদে প্রতীক বরাদ্দ দিয়েছেন ৪১ জনকে।

১ নং লালপুর ইউপিতে আবু বক্কর সিদ্দিকী পলাশ (নৌকা), বাদশা আলঙ্গীর (ঢোল), এ. টি. এম জাহেদুল আলম (মটর সাইকেল), মনোয়ার হোসেন নান্টু (ঘোড়া) এবং তায়েজ উদ্দিন (আনারস)।

২ নং ঈশ্বরদী ইউপিতে আমিনুল ইসলাম জয় (নৌকা ), আব্দুল আজিজ (ঘোড়া), নজরুল ইসলাম (মটরসাইকেল) এবং ইমরান আলী (আনারস)।

৩ নং চংধুপইল ইউপিতে রেজাউল করিম (নৌকা), আব্দুলা আল মামুন অরেঞ্জ (ঘোড়া), মুস্তাকীম বেল্লাহ (আনারস)।

আড়বাব ইউপিতে এমদাদুল হক (নৌকা), মোখলেছুর রহমান (ঘোড়া), আশরাফুর ইসলাম (মটরসাইকেল), গোলাম মোস্তফা (আনারস), মোশাররফ হোসেন (চশমা ), সাইফুল ইসলাম (টেবিল ফ‍্যান) এবং আব্দুল মজিদ (হাতপাখা)।

৫ নং বিলমাড়ীয়া ইউপিতে পারভিন আকতার বানু (নৌকা), ছিদ্দিক আলী (ঘোড়া), মিজানুর রহমান (আনারস) এবং আসলাম আলী (মটরসাইকেল)।

৬ নং দুয়ারিয়া ইউপিতে নূরুল ইসলাম লাভলু (নৌকা), ইসমাইল হোসেন (মটরসাইকেল), আতাউর রহমান (ঘোড়া), আরকানুল ইসলাম দুলাল (চশমা), কাজী আব্দুর সামাদ (আনারস) এবং বেলাল সরকার (হাত পাখা)।

৭ নং ওয়ালিয়া ইউপিতে আনিসুর রহমান (নৌকা ), নূরে আলম সিদ্দিকী আলম (ঘোড়া) ও জয়নাল আবেদন (আনারস)।

৮ নং দুড়দুড়িয়া ইউপিতে আব্দুল হান্নান (নৌকা ), আবুল কালাম আজাদ (ঘোড়া), তোফাজ্জল হোসেন (আনারস), আজিজুর আলম খাঁন (মটরসাইকেল) এবং কামাল উদ্দিন মুক্তার (রজনী গন্ধা)।

৯ নং অর্জনপুর-বড়মহাটি ইউপিতে আব্দুস সাত্তার (নৌকা), গোলাম মোস্তফা আসলাম (আনারস) এবং ১০কদিমচিলান ইউপিতে সেলিম রেজা (নৌকা), আনছারুল ইসলাম (ঘোড়া)।

১০ টি ইউনিয়নের সদস্য পদে প্রতীক বরাদ্দ দিয়েছেন ৪১৬ জনকে ১ নং লালপুর ইউপিতে ৫৬ জন, ২ নং ঈশ্বরদী ইউপিতে ৪৩ জন, ৩ নং চংধুপইল ইউপিতে ৪৬ জন, ৪ নং আড়বাব ইউপিতে ৩৮ জন, ৫ নং বিলমাড়ীয়া ইউপিতে ৩৯ জন, ৬ নং দুয়ারিয়া ইউপিতে ৪০ জন, ৭ নং ওয়ালিয়া ইউপিতে ৪২ জন, ৮ নং দুড়দুড়িয়া ইউপিতে ৪৪ জন, ৯ নং অর্জনপুর-বড়মহাটি ইউপিতে ৩২জন এবং ১০ নং কদিমচিলান ইউপিতে ৩৬ জন।

১০টি ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য পদে প্রতীক বরাদ্দ দিয়েছে ১২০ জনকে, ১নং লালপুর ইউপিতে ১৪ জন, ২ নং ঈশ্বরদী ইউপিতে ১৬ জন, ৩নং চংধুপইল ইউপিতে ১৫ জন, ৪নং আড়বাব ইউপিতে ১২ জন, ৫ নং বিলমাড়ীয়া ইউপিতে ১০ জন, ৬ নং দুয়ারিয়া ইউপিতে ১২জন, ৭ নংওয়ালিয়া ইউপিতে ১২ জন, ৮ নং দুড়দুড়িয়া ইউপিতে ১০ জন, ৯ নং অর্জনপুর-বড়মহাটি ইউপিতে ১২ জন, ১০ নং কদিমচিলান ইউপিতে ৭ জন।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button