জাতীয়সারাদেশ

পুলিশের ওপর বোমা হামলা: ২ জঙ্গি গ্রেপ্তার

সংবাদ চলমান ডেস্ক:
রাজধানীতে পুলিশের ওপর বোমা হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে সন্দেহভাজন দুই জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১৪ অক্টোবর) রাতে ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার ওবায়দুর রহমান বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, গুলিস্তান ও সায়েন্সল্যাবে পুলিশকে লক্ষ্য করে বোমা হামলার ঘটনায় এরা জড়িত।

মহানগর পুলিশের মুখপাত্র উপ কমিশনার মাসুদুর রহমান সোমবার সকালে বলেন, গ্রেপ্তার দুজন জেএমবি সদস্য। আজ সংবাদ সম্মলন করে তাদের পরিচয়সহ বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

চলতি বছর ২৯ এপ্রিল রাতে গুলিস্তানে কর্তব্যরত পুলিশ সদস্যদের ওপর বোমা হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় ট্রাফিক কনস্টেবল নজরুল ইসলাম, লিটন চৌধুরী ও কমিউনিটি পুলিশ সদস্য মো. আশিক আহত হয়েছিলেন।

এরপর গত ৩১ অগাস্ট মধ্যরাতে সায়েন্স ল্যাবরেটরি মোড়ে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের যাত্রাপথে বোমার বিস্ফোরণ ঘটানো হয়। তাতে একজন এএসআই এবং একজন কনস্টেবল আহত হন।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button