জাতীয়

দুই দিন বন্ধ থাকবে বনলতা ও সুবর্ণ এক্সপ্রেস

সংবাদ চলমান ডেস্ক : বিশ্ব ইজতেমায় আসা মুসল্লিদের যাতায়াত নির্বিঘ্ন করতে আগামী ১২ ও ১৯ জানুয়ারি সুবর্ণ এক্সপ্রেস ও বনলতা এক্সপ্রেস ট্রেন চলাচল বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. শরিফুল আলম স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, সাপ্তাহিক বন্ধের দিন ১৩ ও ২০ জানুয়ারি (সোমবার) সুবর্ণ এক্সপ্রেস এবং ১২ ও ১৯ জানুয়ারি (রোববার) সিল্কসিটি এক্সপ্রেস চলাচল করবে।

তাছাড়া ১২ ও ১৯ জানুয়ারি আখেরি মোনাজাতের দিন ঢাকা-কালিয়াকৈর ও ঢাকা-নারায়নগঞ্জের মধ্যে ডেমু (কমিউটার) ট্রেনসমূহ চলাচল বন্ধ থাকবে।

উল্লেখ্য, বনলতা এক্সেপ্রেস ঢাকা-চাপাইনবয়াবগঞ্জ রুটে এবং সুবর্ণ এক্সপ্রেস ঢাকা-চট্রগ্রাম রুটে চলাচল করে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button