আন্তর্জাতিকসারাদেশ

চীনে কম খরচের হোটেলে ধস, নিহত ৮

আন্তর্জাতিক ডেস্কঃ

চীনে একটি হোটেলের কিছু অংশ ধসে পড়ার কারণে ৮ জন নিহত হয়েছেন। ধ্বংসাবশেষের মধ্যে এখনও নিখোঁজ রয়েছেন ৯ জন।

গতকাল সোমবার বিকালে হোটেলটির একটি অংশ ধসে পড়ে। খবরে বলা হয়, চীনের জিয়াংসু প্রদেশের সুজউ শহরে একটি হোটেলের অংশ ধসে পড়ার পর ঘটনাস্থলে ৮ জনের মৃত্যু হয়েছে। উদ্ধারকর্মীরা উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন। এখন পর্যন্ত ৯ জন নিখোঁজ রয়েছেন। ধসেপড়া হোটেলটির নাম সিজি কাইইউয়ান। চীনের সংবাদ মাধ্যমের বরাতে রয়টার্স জানায়, উপকূলীয় শহরটির সিজি কাইইউয়ান হোটেলের একটি অংশ ধসেপড়ার ঘটনায় জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় ঘটনাস্থলে উদ্ধারকর্মীদের একটি দল পাঠিয়েছে। কেন হোটেলটির অংশ ধসে পড়ল তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে চীনের গণমাধ্যম সিনহুয়া নিউজ এজেন্সি।

সংবাদ মাধ্যমটি উদ্ধার অভিযানের একটি ছবি প্রকাশ করেছে তিনি। সেখানে দেখা যাচ্ছে, উদ্ধারকর্মীরা ধ্বংসাবশেষ থেকে নিখোঁজ ব্যক্তিদের খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কম খরচে থাকা যেত সিজি কাইইউয়ান হেটেলে। এটি চালু হয় বিগত ২০১৮ সালে। যে অংশটি ধসে পড়েছে সেটি ছিল তিন তলাবিশিষ্ট ভবন। একটি বুকিং ওয়েবসাইট জানিয়েছে, হোটেলটিতে ৫৪টি কক্ষ ছিল।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button