জাতীয়

জাপান থেকে আসছে বাংলাদেশে ৭০ লাখ মাস্ক

সংবাদ চলমান ডেস্ক: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন জানিয়েছেন, মাস্ক নিয়ে চিন্তার কিছু নেই, জাপান থেকে ৭০ লাখ মাস্ক আসবে।

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে করোনাভাইরাস নিয়ে ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, দেশে করোনাভাইরাস রোগী না থাকায় মাস্ক পরার প্রয়োজন নেই। মাস্ক পরার প্রয়োজন হলে আমরা জানাবো। সে অনুযায়ী আমাদের সরবরাহ আছে। নিরাপত্তার জন্য চাইলে যে কেউ মাস্ক পরতে পারেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনাভাইরাসে চীনে এ পর্যন্ত ৫০০ জনের মৃত্যু হয়েছে। এজন্য দেশে আন্ত:মন্ত্রনালয় সভা করে বেশ কিছু দিন আগে থেকে যথাযথ পদক্ষেপ নেয়া হয়েছে। যাতে করোনাভাইরাসে আক্রান্ত কোনো রোগী দেশে আসতে না পারে।

তিনি আরো বলেন, আমাদের বিমানবন্দর, স্থলবন্দর, নৌ-বন্দরগুলোতে স্ক্যানিং মেশিন বসানো হয়েছে। সেখানে জনবল বাড়ানো হয়েছে, যাতে ২৪ ঘন্টা সেবা দেয়া যায়। এছাড়া কুর্মিটোলা, সংক্রামক ব্যাধিহাসপাতালসহ প্রতিটি জেলায় আইসোলেটেড ওয়ার্ড চালু করা হয়েছে। ডাক্তার ও নার্সদের প্রশিক্ষণও দেয়া হয়েছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button