জাতীয়
জাপানে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত শাহাবুদ্দিন
সংবাদ চলমান ডেস্ক: সচিব শাহাবুদ্দিন আহমদকে চুক্তিভিত্তিক তিন বছরের জন্য জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে।
শাহাবুদ্দিন আহমদ খাদ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালনের সময় গত ২০ ডিসেম্বর অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যান।
জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করা রাবাব ফাতিমাকে গত সেপ্টেম্বরে জাতিসংঘে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি নিয়োগ দেয় সরকার।