নওগাঁ

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে থাকা দম্পতির মৃত্যু

নওগাঁ প্রতিনিধি

মোটরসাইকেলে স্ত্রীকে চড়িয়ে শহরে নিয়ে যাচ্ছিলেন স্বামী। কিন্তু তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয় দ্রুতগামী একটি ট্রাক। এতে গুরুতর আহত হন মোটরসাইকেলে থাকা দম্পতি। তাৎক্ষণিক দম্পতিকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর প্রথমে মৃত্যু হয় স্ত্রীর। আর ঠিক দুই ঘণ্টা পরই মারা যান স্বামীও।

বৃহস্পতিবার সকালে নওগাঁর মান্দার জলছত্র মোড়ে এ মর্মান্তিক ঘটনা ঘটেছে। নিহতরা হলেন- উপজেলার মৈনম ইউপির চকউলী গ্রামের মৃত ইব্রাহিম সরদারের ছেলে আব্দুল মান্নান ও তার স্ত্রী শেফালী বেগম।

মান্দা থানার ওসি (তদন্ত) তারেকুর রহমান বলেন, সকাল ১০টায় স্ত্রী শেফালী বেগমকে নিয়ে মোটরসাইকেলযোগে নওগাঁ শহরের দিকে যাচ্ছিলেন স্বামী আব্দুল মান্নান। তাদের আরোহিত মোটরসাইকেলটি উপজেলার জলছত্র মোড়ের শাখা রাস্তা থেকে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কে ওঠার সময় একটি দ্রুতগামী ট্রাক ধাক্কা দেয়। তখন গুরুতর আহত হন তারা।

তাৎক্ষণিক স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টায় মৃত্যুর কোলে ঢলে পড়েন শেফালী বেগম। আর বিকেলে সাড়ে ৩টায় মারা যান স্বামী আব্দুল মান্নানও।

পুলিশের এ কর্মকর্তা আরো বলেন, ঘাতক ট্রাকটি পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি বলে জানা গেছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button