কেন ভারত সফরে যাবেন না তামিম?
সংবাদ চলমান ডেস্ক:
বক্তিগত কারণ দেখিয়ে ভারত সফরে দল থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন বাংলাদেশ দলের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল।
শনিবার (২৬ অক্টোবর) দুপুরে বিসিবি থেকে এ ব্যাপারে নিশ্চিত করা হয়।
তার বদলে দলে নেয়া হয়েছে আরেক বাঁহাতি ওপেনার ইমরুল কায়েসকে।
বিশ্বকাপ পরবর্তী শ্রীলংকা সিরিজ খেলার পর থেকেই ছুটিতে ছিলেন অফ ফর্মে থাকা তামিম। ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট সিরিজে খেলেননি তিনি। এরপর ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজেও না খেলে থাইল্যান্ডে নিবিড় অনুশীলন চালিয়ে যান।
এদিকে নভেম্বরের ভারত সফরের জন্য গঠিত টি-টোয়েন্টি স্কোয়াডে তামিমকে নিয়েই দল ঘোষণা করা হয়।
তবে স্কোয়াড ঘোষণার পরে জানা যায়, আগামী মাসে তামিম ইকবাল ও তার স্ত্রী আয়েশার ঘর আলো করে দ্বিতীয় সন্তান আসতে চলেছে। তাই স্ত্রীর পাশে থাকাটা গুরুত্বপূর্ণ মনে করেছেন তামিম।
চূড়ান্ত রিপোর্ট আসার পর বোর্ডের কাছে ভারত সফর থেকে ছুটি চান জাতীয় দলের এ ওপেনার। বোর্ড তার ছুটি মঞ্জুর করেছে। ফলে ভারত সফরে আর থাকছেন না তামিম ইকবাল।
ভারত সফরে টাইগারদের স্কোয়াড: সাকিব আল হাসান (অধিনায়ক), ইমরুল কায়েস, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, নাইম শেখ, আমিনুল ইসলাম বিপ্লব, আরাফাত সানি, আল আমিন হোসেন, মুস্তাফিজুর রহমান ও শফিউল ইসলাম।