সংবাদ সারাদেশসারাদেশ

৬৩ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

সংবাদ চলমান ডেস্ক: পাবনায় ৬৩ কেজি গাঁজা ও প্রাইভেটকারসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার রাতে ঢাকা-পাবনা মহাসড়কের আতাইকুলা বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়।

চলতি বছর এ পর্যন্ত এটাই এ জেলার সবচেয়ে বড় মাদকের চালান ধরা পড়ার ঘটনা বলে র‌্যাব জানায়।

গ্রেফতাররা হলেন আ. রশিদ, জাহাঙ্গীর আলম ও তোজাম্মেল। এরা সবাই কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি এলাকার বাসিন্দা।

র‌্যাব-১২, সিপিসি-২ পাবনা’র ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার আমিনুল কবীর তরফদার জানান, র‌্যাবের একটি বিশেষ দল আতাইকুলা বাজারে অবস্থান নেয়। এ সময় ওই তিন মাদক ব্যবসায়ী একটি প্রাইভেটকারে করে পাবনা শহরের দিকে যাচ্ছিলেন। তাদের আটক করে প্রাইভেটকার তল্লাশি করে বিপুল পরিমাণ গাঁজা পাওয়া যায়।

এরপর তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয় ও গাঁজাসহ তাদের ব্যবহৃত প্রাইভেটকার জব্দ করা হয়।

র‌্যাব কমান্ডার আরো জানান, ওই ব্যবসায়ীদের জিজ্ঞাসাবাদে চলছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, তারা দীর্ঘদিন ধরে মাদক দেশের বিভিন্ন এলাকায় বেচা- কেনা করে আসছিলেন। গাঁজার এ বড় চালানটি পাবনা শহরে নেয়া হচ্ছিল বলে তারা জানিয়েছে।

বুধবার রাত সাড়ে ১১ টার দিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত র‌্যাব এ তিন মাদক ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করছিল। বৃহস্পতিবার তাদের পুলিশে সোপর্দ করা হবে। তাদের বিরুদ্ধে মাদক আইনে ব্যবস্থা নেয়া হবে বলে র‌্যাব জানায়।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button