এ মাসেই ভারতে শোনা যাবে বাংলাদেশ বেতার
সংবাদ চলমান ডেস্কঃ চলতি মাস থেকেই ভারতে বাংলাদেশ বেতার শোনা যাবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
মন্ত্রী বলেন, বাংলাদেশ টেলিভিশনের মতো ভারতেও বাংলাদেশ বেতার সম্প্রচারিত হবে। আমরা আশা করছি, এই মাসের মধ্যেই সেটি করতে সক্ষম হব।
গেল এক বছরে অনেক কাজ সফলভাবে করতে সক্ষম হয়েছি উল্লেখ করে মন্ত্রী বলেন, এরমধ্যে অনেক কাজ আছে, যেগুলো এর আগে এক যুগেও হয়নি। যেমন ভারতে বাংলাদেশ টেলিভিশন দেখানোর প্রচেষ্টা চালানো হচ্ছিল কয়েক যুগ আগে থেকে। কিন্তু সেটি সম্ভব হয়নি। গতবছর ২ সেপ্টেম্বর থেকে সমগ্র ভারতে অফিশিয়ালি বাংলাদেশ টেলিভিশন প্রদর্শিত হচ্ছে। যেটি কয়েক যুগের প্রচেষ্টার পর গত বছর দায়িত্ব নেয়ার কয়েক মাসের মধ্যে করতে সক্ষম হয়েছি।
তিনি বলেন, এরই মধ্যে টেলিভিশনের প্রদর্শনের ক্ষেত্রে ক্রোম নির্ধারণ করা হয়েছে। সে অনুযায়ী প্রদর্শন করা হচ্ছে। বিদেশি টেলিভিশনে বাংলাদেশি পণ্যের বিজ্ঞাপন প্রদর্শিত হচ্ছিল, সেটি বন্ধ করা হয়েছে। একই সঙ্গে অনেকগুলো টেলিভিশনের বিদেশি সিরিয়াল কোনো অনুমতি ছাড়াই প্রদর্শিত হচ্ছিল। যেটি একটি নিয়ম নীতির মধ্যে আনা হয়েছে।
এখন বিদেশে সিরিয়াল প্রদর্শন করার জন্য একটি কমিটির মাধ্যমে অনুমতি নিয়ে প্রদর্শন করতে হয় বলেও জানান সরকারের এ মন্ত্রী