জাতীয়

এক লাফে পেঁয়াজের দাম কমল কেজিতে ৩৫ টাকা

সংবাদ চলমান ডেস্ক : এক শ্রেণির অসাধু ব্যবসায়ী ও মজুদদারদের কারসাজিতে বাজারে হঠাৎ করেই পেঁয়াজের দাম বেড়ে যায়। তাই এই নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি রোধ করার জন্য নিয়মিত বাজার মনিটরিংয়ের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতাযমঙ্গলবার রাতে ও বুধবার দেশের বিভিন্ন বাজারে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

এবার প্রশাসনের বাজার মনিটরিংয়ের কারণে দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি করা পেঁয়াজের দাম এক লাফে প্রতি কেজিতে ৩০ থেকে ৩৫ টাকা কমেছে। এর আগে, সোমবার দেশের বাজারে পেঁয়াজের কেজি ১০০ থেকে ১০৫ টাকায় গিয়ে ঠেকে। কোনো কোনো স্থানে ১১০ টাকা কেজি পর্যন্ত বিক্রির অভিযোগ ওঠে।

বর্তমানে হিলি স্থলবন্দরে আড়ত ও খুচরা বাজারে পেয়াঁজের কেজি ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে।

আড়তদাররা জানিয়েছেন, বন্দরের আড়তগুলোতে মজুদ করা পেঁয়াজ বাজারে ছেড়ে দেয়ায় দাম খুব দ্রুত কমছে।

বন্দরের ব্যবসায়ীরা জানান, ভারত পেঁয়াজ রফতানি বন্ধ করার পর হিলি বন্দরের বেশিরভাগ আড়ত বন্ধ থাকলেও বুধবার থেকে সবগুলো আড়ত খোলা থাকায় পেয়াঁজের দাম কমে আসতে শুরু করেছে।

পাশাপাশি আমদানি বাড়ায় পেঁয়াজের দাম আরো কমবে বলেও জানান তারা।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button