চাপাই নবাবগঞ্জচাপাইনবাবগঞ্জসংবাদ সারাদেশ

বন্ধ করে দেয়া হলো ম্যাঙ্গো স্পেশাল ট্রেন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

আমের সংকটের কারণে চালুর মাত্র ১১ দিন পরেই বন্ধ করে দেয়া হলো ম্যাঙ্গো স্পেশাল ট্রেন।

জানা গেছে, এই বছর আম চাষি ও ব্যবসায়ীদের জন্য চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা রুটে চালু করা হয়েছিল ম্যাঙ্গো স্পেশাল ট্রেন। মাত্র ১ টাকা ১৭ পয়সা কেজি হিসেবে রাজশাহী থেকে ঢাকায় এই ট্রেনে আম পরিবহন করা হচ্ছিল।কিন্তু ট্রেনে আসছিল খুবই কম পরিমাণ আম। আমের এই সংকটের কারণে চালুর মাত্র ১১ দিন পরেই বিশেষ এই ট্রেন সেবা বন্ধ করে দেওয়া হয়েছে।

চলতি মাসের গত ১৩ জুন ম্যাঙ্গো স্পেশাল ট্রেনের উদ্বোধন করা হয়। আম ছাড়াও এই ট্রেনে কাঁচামাল ও রেলওয়ে আইনে পার্শ্বেল হিসেবে গণ্য অন্যান্য মালামাল পরিবহনের সুযোগ ছিল। এ বছর তৃতীয়বারের মত এই ট্রেন চালু করা হয়েছিল। তবে প্রতিদিনই বড় অংকের অর্থের লোকসানের কারণে ১১ দিন চলার পর ট্রেনটি বন্ধ করা হয়েছে। সবশেষ গত বৃহস্পতিবার বিকালে চাঁপাইনবাবগঞ্জ থেকে এই ট্রেন ঢাকা যায়। শুক্রবার ও শনিবার ট্রেনটি চলেনি।

এই ব্যপারে সংশ্লিষ্টরা বলছেন, এবার রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে আমের উৎপাদন বিপর্যয় ঘটেছে। অপরদিকে ট্রেনটি মৌসুমের অন্তত ৩ সপ্তাহ দেরী করে চালু করা হয়েছিল। তাই এই ট্রেনে তেমন সাড়া পাওয়া যায়নি। আরও কিছু দিন আগে থেকে যদি ট্রেনটি চালু করা হতো তাহলে কিছুটা লাভ হতো।

এই বিষয়ে আরও জানতে চাইলে, চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার ওবাইদুল্লাহ বলেন, এবার অন্যান্য বছরের তুলনায় এই ট্রেনে আম কম আসছিল ।আর আম কম আসায় অনেক লোকসান হওয়ায় ঊর্দ্ধতন কর্তৃপক্ষ ট্রেনটি বন্ধ করে দিয়েছে। এই ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসত।

এই স্টেশনের মাস্টার মির্জা কামরুল হকও জানিয়েছেন, আম সংকটের কারণে ট্রেনটি বন্ধ করে দেয়া হয়েছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button