শিবগঞ্জে সড়কে মাহিন্দ্রার ধাক্কায়: নিহত ১
নিজস্ব প্রতিবেদক:
চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের শিবগঞ্জ উপজেলার মহদীপুর নামক স্থানে সড়ক দূর্ঘটনায় জনি ইসলাম (২৬) নামে এক ওয়্যারিং মিস্ত্রি নিহত হয়েছে।
সে শিবগঞ্জ উপজেলার ছত্রাজিপুর ইউনিয়নের পূর্ব জাহাঙ্গীরপাড়া গ্রামের আবদুল মতিনের ছেলে ও জেলা মটর মেকানিক্স ইউনিয়নের সদস্য।
পুলিশ জানায়, শুক্রবার বিকেল সোয়া ৪টার দিকে জনি ছত্রাজিতপুর থেকে মটরসাইকেল যোগে শিবগঞ্জ বাজার যাচ্ছিল। এ সময় বিপরীত থেকে আসা একটি মাহিন্দ্রা মটরসাইকেলকে ধাক্কা দিলে জনি ঘটনাস্থলেই মারা যান। এ সময় ছত্রাজিপুর ইউনিয়নের চন্ডিপুরের আয়েশ উদ্দিনের ছেলে মাহাবুল ইসলাম গুরুতর আহত হয়ে চিকিৎসার জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। এ দুঘর্টনার পর ঘটনাস্থলের উভয় পাশে যানজটের সৃষ্টি হলে শিবগঞ্জ থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যানজট নিরসন করে।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আলম শাহ্ বিষয়টি নিশ্চিত করেছেন।