চাপাইনবাবগঞ্জ
পিকনিকে গিয়ে বিশ্ববিদ্যালয়ের গাড়ি হামলার শিকার
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ থেকে শিক্ষা সফর( পিকনিক) থেকে ফেরার পথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ৮২ জন শিক্ষার্থী সহ সরকারি গাড়ির উপর হামলা করেছে দুই বখাটে।
জানা গেছে, আজ ২৮ ফেব্রুয়ারি শুক্রবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই বাস সোনা মসজিদ থেকে ফেরার সময় চাঁপাইনবাবগঞ্জের সার্কিট হাউজের সামনে আসলে এই দুর্ঘটনার শিকার হয়। বাসে থাকা শিক্ষার্থীরা জানায় দুই যুবক ছাত্র লীগের পরিচয় দিয়ে বাসে হামলা করে গাড়ির কাচঁভেঙে দেওয়া সহ শিক্ষকদের সাথে অসুভ আচরন করে। এই নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ২৯ ফেব্রুয়ারি এক জরুরি বৈঠকের আয়োজন করেছে তারা এবং হামলা কারিদের শাস্তির দাবি জানিয়েছেন।