চাপাইনবাবগঞ্জসংবাদ সারাদেশসারাদেশ

ছেলে হত্যার বিচার চাইলেন মা

ডিসি কার্যালয়ের সামনে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে কেঁদে কেঁদে ছেলে রবিউল হত্যার বিচার চেয়েছেন মা উমেসা বেগম। বুধবার সকালে ডিসি কার্যালয়ের সামনে এলাকাবাসীর উদ্যোগে হওয়া মানববন্ধনে তিনি এ বিচার চান।

মানববন্ধনে রবিউলের মা কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার নিরপরাধ ছেলেকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বিচার দিতে চাই। আমি আমার ছেলে হত্যার বিচার চাই।

মানববন্ধনে আরো বক্তব্য রাখেন, রবিউলের স্ত্রী শারমিন খাতুন, ছেলে ফয়সাল আলী রিয়াদ, অ্যাডভোকেট সাগর আলী চৌধুরী, সাবেক ইউপি সদস্য মাহতাব উদ্দীন প্রমুখ। পরে মানববন্ধনে উপস্থিত থাকা বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ডিসির কাছে স্মারকলিপি দেন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ৫ ডিসেম্বর প্রকাশ্যে রবিউল ইসলামকে কুপিয়ে হত্যা করা হয়। এরপর ১৫ জনকে আসামি করে তার ছেলে মামলা করেন। মামলার সব আসামি এখনো গ্রেফতার হয়নি। স্মারকলিপিতে সব আসামিকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

এদিকে সদর থানার ওসি জিয়াউর রহমান জানান, রবিউল হত্যা মামলার এজাহারভুক্ত ১৫ আসামির মধ্যে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button