চাঁপাইনবাবগঞ্জে বিদেশী অস্ত্র ও গুলিসহ গ্রেফতার ১
নিজস্ব প্রতিবেদক:
চাঁপাইনবাবঞ্জে বিদেশী অস্ত্রসহ একজন অস্ত্র ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার বিকেলে গোমস্তাপুর ইউনিয়নে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত হলেন, গোমস্তাপুর ইউনিয়নের দোশীমানি কাঁঠাল এলাকার মৃত আব্দুল শুকুদ্দির ছেলে আব্দুস সামাদ (৩০)।
র্যাব জানায়, গতকাল মঙ্গলবার বিকেলে গোমস্তাপুর থানার চরউদয় নগর গ্রামস্থ চৌডালা ব্রীজ টোল ঘর সংলগ্ন আব্দুল হালিমের ভাতের হোটেলের সামনে গোমস্তাপুর থেকে কানসার্ট গামী রাস্তার উত্তর পাশে অভিযান চালায় র্যাব। এসময় আব্দুস সামাদের নিকট থেকে ৩টি ৭.৬৫ মিঃ মিঃ বিদেশী পিস্তল, ১ টি ওয়ান শুটার গান, ৩ টি ম্যাগাজিন, ৭ রাউন্ড গুলিসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। এসময় আব্দুস সামাদের অন্য এক সহযোগী পালিয়ে যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন যাবৎ অবৈধ অস্ত্র ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হয়েছে বলে জানায় র্যাব।