চাপাইনবাবগঞ্জরাজশাহী সংবাদ

চাঁপাইনবাবগঞ্জে ট্রাক-ট্রলির সংঘর্ষে নিহত ১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ট্রাক ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে সজল হোসেন নামে এক যুবক নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরো একজন।

শনিবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার নজু বাসস্ট্যান্ডের কাছে এই দুর্ঘটনা ঘটে।

নিহত সজল শিবগঞ্জ উপজেলার কয়লার দিয়াড় গ্রামের তাইজুলের ছেলে। তিনি দুর্ঘটনাকবলিত ট্রলির চালক ছিলেন। আহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।

গোমস্তাপুর থানার ওসি মো. জসিম উদ্দিন জানান, বাসস্ট্যান্ডের কাছে ট্রাক ও ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান সজল। স্থানীয়রা আহত ব্যক্তিকে উদ্ধার করে গোমস্তাপুর উপজেরা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার এবং ঘাতক ট্রাকটি আটক করে। তবে ট্রাকের চালক পালিয়ে গেছেন।

এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।